বিবাহিত নারী (পঞ্চদশ পর্ব)
বাড়ির কাজ করার মধ্য দিয়েই নারী তাঁর নিজের ‘বাসা’-র সৃষ্টি করেন। এই কারণে, ‘সাহায্যকারী পেলেও’ তিনি নিজের কাজ নিজে করতে আগ্রহী। অন্ততপক্ষে তত্ত্বাবধান, নিয়ন্ত্রণ, সমালোচনার মাধ্যমে তিনি চেষ্টা করেন চাকরদের থেকে প্রাপ্ত ফলাফলকে নিজের ফলাফল ভাবতে। গৃহ-প্রশাসন চালানোর মাধ্যমেই নারী তাঁর সামাজিক ন্যায্যতা অর্জন করেন। তাঁর কাজ হল খাদ্য, কাপড়, সাধারণভাবে পারিবারিক কোম্পানির রক্ষণাবেক্ষণ করা। এভাবেই বিবাহিত নারী এই সমস্ত বিষয়কেই কাজ হিসাবে উপলব্ধি করেন।
by চন্দন আঢ্য | 10 October, 2021 | 504 | Tags : Married Women Feminism Home